প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধার সাঘাটায় জামায়াতে ইসলামীর ৯নং ইউনিয়নের সভাপতি নুর আলম সিদ্দীকের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদন: গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার ৯নং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নুর আলম সিদ্দীক সম্প্রতি স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাৎকালে তিনি সংগঠনের কার্যক্রমকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় সংগঠনের দাওয়াতি কার্যক্রম, সামাজিক সম্প্রীতি এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নেতৃবৃন্দের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন:

  • একরামুল হক, পাঁচপুর জামায়াতে ইসলামীর ২ নম্বর ওয়ার্ড সভাপতি
  • করামুল হোসেন, ফলিয়া দিগড় জামায়াতে ইসলামীর ৩ নম্বর ওয়ার্ড সভাপতি
  • এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ নেতৃবৃন্দ ও তরুণ কর্মীসমর্থকগণ উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি নুর আলম সিদ্দীক বলেন,“এই ইউনিয়নে ইসলামী আদর্শ ভিত্তিক সমাজ বিনির্মাণে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে একটি আদর্শ সমাজ গঠনই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন,

“সংগঠনের কাঠামোকে আরও মজবুত করতে ও জনগণের আস্থা অর্জনের জন্য আমরা মাঠে সক্রিয় থাকবো ইনশাআল্লাহ।”

সাক্ষাত শেষে সকলে সংগঠনের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন