প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

আশিয়ান সিটি’ র মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে ব্যপক কারচুপি ও ভূমিদখলের অভিযোগ

মোঃ মাহবুব আলম স্টাফ রিপোর্টার

মোঃখ্যাতনামা রিয়াল স্টেট আশিয়ান সিটির খোদ মালিকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, কারচুপি, ভূমি দখলের অভিযোগ উঠেছে৷ এছাড়া অভিযোগ উঠেছে সন্ত্রাসী কার্যকলাপে পৃষ্ঠপোষকতার প্রদানের।
গণমাধ্যমে এক লিখিত অভিযোগে ভুক্তভোগী  মোছা : আনোয়ারা বেগম জানান, বিগত ৩০ বছর ধরে, আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম তার বাড়ি-ঘর জোর দখল করে নিয়েছে।  ভুক্তভোগী বলেন, গত ৫ ডিসেম্বর ২০২৪, হতে তার পিতার দেওয়া পৈতৃক সম্পত্তিতে জোরপূর্বক আশিয়ান সিটির মালিক নজরুল ইসলাম ভূঁইয়ার কথিত বাহিনী পৈতৃক সম্পত্তিতে জবর দখল করে ঘর-বাড়ি নির্মাণ করে।

কোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তার সন্ত্রাসবাহিনী- ১: সাইফুল ইসলাম ভূইয়া, ২. জাহিদুল ইসলাম ভূইয়া, ৩. অলীউল্লাহ ভূইয়া, ৪. রাসেদুল ভূইয়া, ৫. আনিস ভূইয়া, ৬, আক্তার ভূইয়া, ৭. আব্বাস আলী ভূঁইয়া, ৮. নুরুউল্লা ভূইয়া, ৯. একরাম (বুইড়া) এবং ১০. আনসার বাহিনী তার বাবার দেওয়া পৈতৃক সম্পত্তি জোর – দখল করে নিয়ে গেছে। তিনি বলেন, জর্জ কোটের নিষেধাজ্ঞা থাকা স্বত্ত্বেও কোটের নির্দেশ অমান্য করে তার পিতার দেওয়া সম্পত্তিতে ঘর-বাড়ি নির্মাণ কাজ করিতেছে এবং তাদের বাধা দিতে চাইলে প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।

ভুক্তভোগী প্রধান উপদেষ্টার নিকট বিষয়টি সু-বিবেচনা করে পিতার দেওয়া সম্পত্তিতে জোর পূর্বক ভাবে ঘর-বাড়ী নির্মাণ বা অবৈধ দখল না করতে অথবা না করতে পারে এজন্য আশু উপযুক্ত পদক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন