প্রিন্ট এর তারিখঃ শনিবার ১১ অক্টোবর, ২০২৫ ২৬ আশ্বিন, ১৪৩২ ১৮ রবিউস সানি, ১৪৪৭

বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:-

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।

বৃহস্পতিবার (৯অক্টোবর) সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন আলী পার্শ্ববতী লালপুর উপজেলার মহরকয়া বিলমাড়িয়া গ্রামের মৃত সাজদার রহমান ও মোসাম্মাৎ ফেরদৌসী বেগমের ছেলে। তিনি রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিংয়ে পাস করেন। বর্তমানে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই ছিলেন শাহিন। তিনি বোনের সঙ্গে ওই সরকারি কোয়ার্টারেই বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নি করছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করতে হয়। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহী মেডিকেলে নিজের সার্টিফিকেট আনতে যান, কিন্তু সেটি না পাওয়ায় মনঃক্ষুন্ন হয়ে পড়েন। পরে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেন। বিকেলে তাঁর বড় বোন ডিউটিতে হাসপাতালে গেলে, সেই ফাঁকে শাহিন নিজের কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বাগাতিপাড়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাজনীন আখতারি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চরছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজাওয়ানুর হক জানান, বিষয়টি তিনি জেনেছেন। সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই তার সঙ্গে হাসপাতাল কোয়াটারে থাকত। শুনেছি তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিঃসা নিচ্ছিলেন।

মোঃ রাজিবুল ইসলাম বাবু,
বাগাতিপাড়া নাটোর প্রতিনিধি
তাং ১০/১০/২৫ খ্রিঃ
মোবাইলঃ ০১৭৪০-৮১৫ ৫০৬.

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন