
মোঃ রুবেল হোসেন (সাভার), ঢাকা :
ঢাকা জেলার ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ১০ (দশ) লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম), পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাত ১১টা ৩০ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণ করেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) সিরাজ উদ দৌলাহ, সংগীয় অফিসার ও ফোর্স সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ আশরাফুল আলম শাকিল (৩০), পিতা মোঃ আতাউর রহমান, মাতা জান্নাতুল ফেরদৌস, সাং—উত্তর কলমা ছোট বাগ, থানা—সাভার, জেলা—ঢাকা।
২. জাহাঙ্গীর আলম (৪৮), পিতা মৃত কানু মিয়া, মাতা ফিরোজা বেগম, সাং—উত্তর কলমা ০২ নং ওয়ার্ড, থানা—সাভার, জেলা—ঢাকা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০ (দশ) লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।