প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

সিংড়ায় যৌথ বাহিনীর অভিযানে ২টি স্রোতিজাল উদ্ধার এবং ধ্বংস

মুকুল হোসেন সিংড়া( নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ২টি স্রোতিজাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে বিশ্বস্ত সুত্রে খবর পেয়ে সিংড়া উপজেলার সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন যৌথ বাহিনীর সহযোগিতা ৮নং শেরকোল ইউনিয়নের অন্তর্গত সিধাখালি হতে  ২টি স্রোতিজাল উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা । পরে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে দিবালোকে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সিনিয়র মৎস্য অফিসার শাহাদত হোসেন বলেন সিংড়া উপজেলার চলনবিলের যে কোন অংশে স্রোতিজাল ও চায়না জাল দিয়ে মাছ ধরা হলে সেখানে যৌথ বাহিনীর সহয়তা অনুরুপ অভিযান চালিয়ে অবৈধ জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন