প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

নাটোরের বাগাতিপাড়ায় ভ্যানচালক শাহিনের স্বপ্ন ভেসে গেল বিষে

নাটোর প্রতিনিধিঃ এক রাতের বিষে শুধু মাছ নয়, ভেসে গেছে এক ভ্যানচালক মাছচাষীর পরিশ্রম আর সাথে স্বপ্নও। এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যানচালক মাছচাষী শাহিন আলীর পুকুরে। রাতের আঁধারে সংঘটিত এ ঘটনায় পথে বসেছেন পরিশ্রমী ওই মানুষটি।বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের বাটিকামারীর ফকিরপাড়া এলাকায় শাহিন আলীর (৩৫) এর পুকুরের এ ঘটনাটি। ক্ষতিগ্রস্ত মাছচাষী শাহিন আলী ওই এলাকার ইসার উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ভ্যানচালক। প্রায় ১০ বছর ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করলেও ভাগ্য বদলের আশায় মাছচাষ শুরু করেন তিনি। সমিতি থেকে ঋণ নিয়ে ও ধারদেনা করে প্রায় ৫০ হাজার টাকা বছর চুক্তিতে পাঁচ বছরের জন্য আড়াই বিঘার দুইটি পুকুর লিজ নেন তিনি। শাহিন আলী জনান, তার পুকুরে পাঙ্গাস, শিং, টেংরা, তেলাপিয়া ও বিভিন্ন প্রজাতির মাছ চাষ করছিলেন। এর মধ্যে পাঙ্গাস ছিল প্রায় সাত হাজার এবং শিং মাছ ছিল চল্লিশ হাজার,এছাড়াও ছিল টেংরাও তেরাপিয়া। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার বিনিয়োগ ছিল তার। মাছগুলো বড় হলে ১২ থেকে ১৩ লাখ টাকার বিক্রির আশা ছিল শাহিনের । কিন্তু দুর্বৃত্তদের বিষপ্রয়োগে এক রাতে শেষ হয়ে গেছে তার সব স্বপ্ন। শাহিন সঠিক ভাবে তদন্ত করে এর সঠিক বিচার দাবি করেন। শাহিনের মা সাহারা খাতুন জানান, রাত্রি ১১ টর দিকে তার ছেলে ও ছেলের বউ পুকুর দেখে গিয়ে ঘুমাতে যায় তারপর সকালে উঠে খবর পায় তার পুকুরের সব মাচ কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলেছে। ওই এলাকার ওয়ার্ড মেম্বার সাজু আলী বলেন, শাহিন খুব পরিশ্রমী ছেলে। দিনে ভ্যান চালায়, আর এর ফাঁকে পুকুরে মাছের যত্ন নেয়। কে বা কারা এমন অন্যায় করেছে, তা খুবই দুঃখজনক। এটার সঠিক তদন্ত করে এর বিচার দাবি করেন তিনি। বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারি বলেন, “ঘটনাটি আমরা জেনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন