
মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, “শেখ হাসিনা পালায় না—এই কথা বলা হলেও বাস্তবে তিনি একদিনে চৌদ্দগুষ্টি সহ ভারতে পালিয়ে গেছেন।” রবিবার (০৬ অক্টোবর) বিকেলে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গীকান্দা এলাকায় ভাকুর্তা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আমান উল্লাহ আমান বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। সেই সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে—এটা এখন দেশের মানুষের দৃঢ় বিশ্বাস।” তিনি আরও বলেন, “খুব শীঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরবেন। তাকে লাখ লাখ মানুষ বিমানবন্দরে স্বাগত জানাবে।” বক্তব্যে তিনি অভিযোগ করেন, “বিগত আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের নামে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। এখন জনগণ জেগে উঠেছে, তারা আর অন্যায় সহ্য করবে না।” সমাবেশে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইবনে আমান অমি, স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আমান উল্লাহ আমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন। সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবে মুখর হয়ে ওঠে।