প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁসহ সারাদেশে আশ্বিনের পূর্ণিমায় সনাতন ধর্মাবলম্বীদের ধন সম্পদের দেবী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ

নওগাঁসহ সারাদেশে আশ্বিন মাসের পূর্ণিমা তথিতে ধনসম্পদের লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূঁজা এই ধনসম্পদের দেবী লক্ষ্মী । আশ্বিন মাসে এই পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।

সকাল থেকেই হিন্দু পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন আলপনা দিয়ে। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।

নওগাঁ জেলার ১১ টি উপজেলা সহ দেশের বিভিন্ন জেলায় আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।

স্থানীয় এক পূজারি শ্রীগনেশ ঠাকুর বলেন বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়—ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।
”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের মানুষ ।

সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি — এই কামনাই সকলের।
নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন