প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

শ্রী শ্রী কোজাগরী পূজা নাম লক্ষ্মী পূজা

শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া

পটুয়াখালী জেলা প্রতিনিধি।

শ্রীশ্রী কোজাগরী আরেক নাম লক্ষ্মী পূজা , এই পুণ্য তিথিতে আপনার সকল মনোকামনা পূরণ হোক। ধন-সম্পদ, সুখ-
শান্তি অক্ষয় হোক। মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবন আনন্দে ভরে উঠুক।শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া, পটুয়াখালী জেলা প্রতিনিধি, লক্ষ্মী পূজা সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই।লক্ষ্মী পূজা ২০২৫: ভক্তি আর আনন্দে মুখর হিন্দু সম্প্রদায়, সারাদেশে সনাতন ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভক্তিভরে উদযাপন করছেন লক্ষ্মী পূজা। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ধন-সম্পদ ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা।সকালে থেকেই হিন্দু গৃহস্থ পরিবারের নারীরা ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজিয়ে তোলেন। সন্ধ্যা নামার সাথে সাথে শুরু হয় পূজা, প্রদীপ প্রজ্বলন, ধূপ-ধুনা ও আরতির ধ্বনি। প্রতিটি ঘর, মন্দির ও পাড়া-মহল্লা আলোকসজ্জায় ঝলমল করে ওঠে।
পটুয়াখালীজেলা সহ দেশের বিভিন্ন জেলায় আজ ছিল উৎসবের আমেজ। অনেক জায়গায় পূজা শেষে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীত, আরতি ও প্রসাদ বিতরণ অনুষ্ঠান।
স্থানীয় এক পূজারি বলেন, “মা লক্ষ্মী পরিশ্রমী ও সৎ মানুষের ঘরেই অবস্থান করেন। এই পূজা আমাদের মনে করিয়ে দেয়—ধন নয়, সততা ও শান্তিই জীবনের আসল সম্পদ।”লক্ষ্মী পূজা উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভেচ্ছা বার্তা বিনিময় করছেন নানা বয়সের মানুষ।সব মিলিয়ে আজকের দিনটি ভক্তি, সৌন্দর্য ও আলোর উৎসবে পরিণত হয়েছে হিন্দু সম্প্রদায়ের জন্য। মা লক্ষ্মীর আশীর্বাদে যেন সবার জীবনে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি — এই কামনাই সকলের।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন