প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান

চয়ন কুমার রায়, লালমনিরহাট জেলা প্রতিনিধি

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুর বিভাগের পাঁচ জেলার কর্মসূচির অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জাগো বাহে তিস্তা বা‌চাই শিরোনামে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

রবিবার দুপুরে জেলা শহরে এক পদযাত্রার মধ্য দিয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন কমিটির লোকজন।
এ পদযাত্রায় তিস্তাপাড়ের লোকজন অংশ নেয়। এ সময় তারা অবিলম্বে দেশীয় অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।এবং তিস্তাপাড়ের পাঁচটি জেলার হুমকির মুখে থাকা জীববৈচিত্র্য সহ দুই কোটি মানুষের জীবনযাপন স্বাভাবিক করার দাবি জানান। লালমনিরহাটের পদযাত্রা ও স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, ফারুক আহমেদ সিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,সাহেদুল ইসলাম পাটোয়ারী সহ অন্যান্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন