
মোঃ মিনারুল ইসলাম, বগুড়া প্রতিনিধি ঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও একাধিক মামলার আসামি রিজ্জাকুল রহমান রাজুকে হাতকড়াসহ পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ মামলায় নারীসহ ২১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সরকারি কাজে বাঁধা প্রদান করায় ২০ জনের নাম উল্লেখ্য করে ও ২শত জন অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় থানার এসআই মামুন সহ ৫ জন আহত হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টায় দিকে উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের চকভোলাখাঁ মহল্লায় এ ঘটনা ঘটে। রিজ্জাকুল ইসলাম রাজু ঐ এলাকার বদর উদ্দিন বদরের ছেলে। জানা যায় গোপনসূত্রে এসআই মামুনসহ পুলিশের ৫ সদস্য একাধিক মামলার আসামী রিজ্জাকুল ইসলাম রাজুকে গ্রেপ্তার করে হাতে হাতকড়া পড়িয়ে দেয়। তাকে হাতকড়া পড়ানোর পর আত্মীয়-স্বজন ও স্থানীয়রা বিশৃঙ্খলা সৃষ্টি করে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ রাজুকে ছিনিয়ে নেয়। এমতাবস্থায় রাজু হাতকড়াসহ কাদা জমির ভিতর দিয়ে দৌড়ে পালানোর সময় পুলিশ পিছন থেকে ধাওয়া করলে স্থানীয়রা পুলিশের উপর কাদা ও ইট পাটকেল নিক্ষেপ করে এবং এই সুযোগেই রাজু পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ আসামীকে গ্রেফতার ও হাতকড়া উদ্ধার করতে সারা রাত সাড়াশি অভিযান চালায় এর ফলে গ্রামটি পুরুষ শূন্য হয়ে যায়। শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা প্রদান করায় থানায় মামলা নেওয়া হয়েছে। এসআই আব্দুল্লাহ মামুনসহ আহত ৫ পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আসামী গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে তবে নিরীহ কোন লোককে হয়রানী করা হবে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।