প্রিন্ট এর তারিখঃ বুধবার ৮ অক্টোবর, ২০২৫ ২৩ আশ্বিন, ১৪৩২ ১৫ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের একজন সদস্যকে গ্রেফতার

উজ্জ্বল কুমার নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) ভোররাতে সদর উপজেলার বিজিবি ব্রিজ মোড় এলাকায় চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।রবিবার (৫ অক্টোবর ) রাত সাড়ে ৯ টায় নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, আনুমানিক রাত ২টা ১৫ মিনিটে একটি মোটরসাইকেলে করে তিনজন ব্যক্তি চেকপোস্ট অতিক্রমের সময় থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিয়ে এক জনকে আটক করতে সক্ষম হয়, তবে বাকি দুইজন পালিয়ে যায়।

আটক ব্যক্তির নাম হাবিবুর রহমান হাবিব, বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার উত্তর আটরাই এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছেন।

পুলিশ আরও জানিয়েছে, আটক হাবিবুরের বিরুদ্ধে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকাসহ বিভিন্ন জেলায় ডাকাতি, চুরি, মাদক ও হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে। এছাড়াও, নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সঙ্গেও তার সম্পৃক্ততা রয়েছে বলে তদন্তে উঠে এসেছে।
ঘটনাস্থল থেকে একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৩৪-৭৩২৪) উদ্ধার করা হয়েছে, যা ডাকাতির মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।
নওগাঁ #

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন