
সোহানুল হক পারভেজ রাজশাহী :
রাজশাহীর তানোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তানোর উপশাখার সামনে “ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা উদ্ধারের দাবিতে” এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে তানোর বাজারের হলের মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক তানোর উপশাখার সচেতন গ্রাহক ফোরাম ও চাকুরীপ্রত্যাশী বঞ্চিত ছাত্র সমাজ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ (IBWF) তানোর উপজেলা সভাপতি ও ইসলামী ব্যাংক তানোর উপশাখার বিনিয়োগ গ্রাহক কাজী বাইক সেন্টারের স্বত্বাধিকারী জনাব মোঃ কাজী আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচেতন গ্রাহক ফোরামের সাধারণ সম্পাদক ও মদিনা বাজারের ব্যবসায়ী জনাব মোঃ মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ —মোঃ জুয়েল রানা, এস. এম. সাজ্জাদ, আলহাজ্ব মোঃ সালাউদ্দিন, মোঃ মাহবুর চৌধুরী, মোঃ শহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ খলিলুর রহমান।
বক্তারা তাদের বক্তব্যে বলেন—“ব্যাংক ডাকাত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বিপুল অর্থসম্পদ লুটপাট ও পাচারের দায় এড়ানো যায় না। এসব দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং লুটে নেওয়া লক্ষাধিক কোটি টাকা দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”
বক্তারা আরও বলেন— “ইসলামী ব্যাংক যেন ভবিষ্যতে কোনোভাবেই অবৈধভাবে দখল না হয় — এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ইসলামী ব্যাংক তার অতীতের গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠান শেষে ইসলামী ব্যাংক তানোর উপশাখার এফ.এ.ভিপি ও ইনচার্জ এ.কে.এম মোনোয়ার হোসাইন খান সচেতন গ্রাহক ফোরামের নেতৃবৃন্দকে ইসলামী ব্যাংকের পাশে থেকে সহযোগিতা করার জন্য ব্যাংকের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।