প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় এক প্রতিবন্ধীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় হামলা চালিয়ে রাশেদ মোল্লা (৩৮) নামে এক প্রতিবন্ধীর হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা । গত ২৬ সেপ্টেম্বর রাত অনুমান ৮ টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের সাঘাটা-বোনারপাড়া সড়ক সংলগ্ন খগেনের মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে। রাশেদ সাঘাটা ইউনিয়নের হাসিলকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় প্রতিবন্ধী রাশেদ সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শ্বশুর পরিবারে সাথে বিরোধের সূত্রে ধরেই দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ উছেছে। এব্যাপরে সাঘাটা থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।স্থানীয়রা জানান, গত ২৬ সেপ্টেম্বর ঘুড়িদহ গ্রামে সরকার পাড়া এলাকায় এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে গিয়ে খাওয়ার একটু বিলম্ব হওয়ায় সুযোগে প্রতিবন্ধী রাশেদ তার একজন সাথীকে নিয়ে পাশ্ববর্তী সাঘাটা-বোনারপাড়া সড়কের পার্শে খগেনের মোড়ে একটি স্টলে চা খেতে যায়। সেখানে চা খাওয়ার সময় হঠাৎ করে ১১/১২ জনের একটি সংঘবন্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্র লাটি সোঠা নিয়ে রাশেদের ওপর হামলা করে। হামলায় তার ডান হাত,ডান পা ভেঙে যায় এবং গুরুতরভাবে আহত হয়। এসময় রাশেদের আত্মচিৎকারে উপস্থিত লোকজন তাকে সাথে সাথে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রতিবন্ধী রাশেদের স্ত্রী রাশেদা বেগম বলেন, আগে থেকেই আমার স্বামীর বাম-পা টি অচল, ডান-পায়ে কোনো রকমে চলা ফেরা করে। প্রতিবন্ধী স্বামীর সাথে আমার সম্পর্ক চ্ছিন্ন করাতে ব্যর্থ হয়ে আমার পিতার পরিবারর, আমার ও আমার স্বামীর বিরুদ্ধে হুমকি ধামকিসহ নানা ষড়যন্ত্র করে আসছে। পূর্বের শত্রুতার জের ধরেই বেদম মারপিট করে তারা আমার স্বামীর এই অবস্থা করেছে। আহত রাশেদ-এর বর্তমান অবস্থা জানতে চাইলে,সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা মোঃ ইলতুতমিশ আকন্দ (পিন্টু) জানান, বগুড়ায় হাত-পায়ের প্লাষ্টার করা হয়েছে। এখানে চিকিৎসাধীন রয়েছে রাশেদ। বগুড়ার রিপোটে হাড় ভাঙা রয়েছে। বর্তামানে চিকিৎসা চলছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন