
মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা: সাভারের আশুলিয়ায় অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া সংলগ্ন এলাকায় অবস্থিত পলমল গ্রুপের আয়েশা ক্লোথিং লিমিটেড কারখানায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ হাজার ১০০ শ্রমিক এই কারখানায় কাজ করেন। দুপুর ১২টার দিকে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। তাৎক্ষণিকভাবে খবর ছড়িয়ে পড়লে কর্তৃপক্ষ দ্রুত সকল শ্রমিককে নিরাপদে বের করে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আগুনের খবর পাওয়া যায় দুপুর ১২টা ১৯ মিনিটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে গেলে পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিটসহ মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। জিড়াবো ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সবুজ ইসলাম জানান, “আমাদের স্টেশন থেকে তিনটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।” এদিকে ফায়ার সার্ভিস জোন-৪ এর উপ-পরিচালক আলাউদ্দিন বলেন, “বর্তমানে ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।” স্থানীয়রা জানান, আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে আতঙ্কের সৃষ্টি হয়। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।