প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঘাটায় জমি- জমা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের মারপিটে-১ নারীসহ একই পরিবারের ৩ জন আহত- থানায় মামলা

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ সাঘাটায় জমি-জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।অভিযোগে জানা যায় গত ২ ও ৩ অক্টোবর সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের থৈকরেরপাড়া (খেয়াঘাট) এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ব্যক্তিরা হলেন খেয়াঘাট এলাকার আলম মিয়া ওরফে শাহ আলম(৫৫) ও তার স্ত্রী রেজিনা বেগম (৫০),ছেলে সিরাজুল ইসলাম গুরুত্বর আহত হয়। উপজেলার থৈকরের পাড়া গ্রামের আলম মিয়া ওরফে শাহআলম এর সাথে পার্শ্ববর্তী বাড়ীর মৃত সাহেব আলী প্রধানের ছেলে ফরিদুল ইসলাম গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি জমা নিয়ে দ্বন্দ কলোহ সহ মামলা মোকদ্দমা চলে আসছে । সেই জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষ ফরিদুল ও তার লোকজন আলম মিয়া ওরফে শাহ আলমসহ তার পরিবারকে মাঝে মধ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে আসতো । আলম মিয়া ওরফে শাহ আলম বাদী হয়ে ফরিদুলদের কয়েক জনের বিরুদ্ধে গাইবান্ধা বিজ্ঞ আদালতে গত (২৩ সেপ্টেম্বর) সাঘাটা থানা ৬৭৭/২০২৫ নং পিটিশন মামলা: ফৌঃ কাঃ বিঃ আইনের ১০৭/১১৭ (সি) ধারায় দায়ের করেন। উক্ত ১০৭/১১৭ ধারার পিটিশন তদন্ত করার জন্য গত ২ অক্টোবর সকালে সাঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আসামি ফরিদুল ও তার লোকজন আলম মিয়া ওরফে শাহআলম এর উপর আরো ক্ষিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর ঐদিন বিকালে মামলায় উল্লেখিত বিবাদীগণ আলম মিয়া ওরফে শাহ আলমের বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে। বিবাদীগণ শাহ আলমের স্ত্রী রেজিনা বেগম ও তার ছেলে সিরাজুল ইসলামকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এক পযার্য়ে বিবাদীগণ ধারালো অস্ত্র দিয়ে রেজিনা বেগমের হাতে কোপ মারলে তার হার কাটা রক্তাক্ত জখম হয়। স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক আহত রেজিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন । এরই এক পর্যায়ে গত ৩ অক্টোবর সকালে উল্লেখিত বিবাদীগন পুনরায় আলম মিয়া ওরফে শাহ আলম এর বসতবাড়িতে হামলা চালিয়ে আবারো ঘরের বেড়া,ঘরের মধ্যে থাকা আসবাবপত্র ভাংচুর করা সহ ধারালো অস্ত্র দিয়ে আলম মিয়া ওরফে শাহ আলমের দুই হাতে কোপ দিয়ে হাড় কাটা রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন আহত আলম মিয়া ওরফে শাহ আলমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ।বর্তমানে আলম মিয়া ওরফে শাহ আলম সহ তার স্ত্রী রেজিনা বেগম ও ছেলে সিরাজুল ইসলাম সেখানে চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় আলম মিয়া ওরফে শাহ আলম এর মেয়ে আলেয়া বেগম বাদী হয়ে বিবাদী ফরিদুর ইসলাম সহ ১৯ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী দোষী ব্যক্তিদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন