প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গাড়াগ্রাম: বাড়িঘর বিধ্বস্ত, মানুষ নিঃস্ব

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:  নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রামে আজ রবিবার (৫ অক্টোবর) সকাল ৯টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মিনিটের তাণ্ডবে গ্রামের অসংখ্য বাড়িঘর ও গাছপালা ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায় এবং পাকা দালান পর্যন্ত ধসে পড়ে।

স্থানীয়দের বরাতে জানা যায়, প্রবল বাতাসে বহু বাড়ির চাল উড়ে যায়, টিনের বেড়া ছিটকে গিয়ে আশপাশের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। গরু-ছাগলসহ গৃহপালিত পশু মারা গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন বহু পরিবার। এলাকায় এখন তীব্র খাদ্য ও আশ্রয়সংকট দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে নীলফামারী জেলা প্রশাসক মহোদয় স্বয়ং ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দুর্গত পরিবারের হাতে খাদ্য সহায়তা প্রদান করেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। জেলা প্রশাসকের নির্দেশে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে পার্শ্ববর্তী এলাকার মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। তারা স্বতঃস্ফূর্তভাবে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে এসেছেন।

ঘূর্ণিঝড়ে গাড়াগ্রামের শতাধিক পরিবার এখনো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন