প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

সাঁথিয়া সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

এস এম আলমগীর চাঁদ, বিশেষ প্রতিনিধি: পাবনার সাঁথিয়া সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত ৩০ সেপ্টেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ সৌরভ হোসেনকে আহবায়ক এবং সালমান বিশ্বাসকে সদস্য সচিব করে ০৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ নাসিম উদ্দিন ( সিনিয়র যুগ্ম আহবায়ক ), মোহাম্মদ আরিফুল ইসলাম শ্রাবণ ( সদস্য), আকিবুল ইসলাম (রকি) ( সদস্য), আব্দুল আহাদ ( সদস্য), হাফিজুর রহমান (মঈন) ( সদস্য) বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আহবায়ক, সিনিয়র যুগ মহোবায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। এ বিষয়ে নবগঠিত সাঁথিয়া সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সচিব সালমান বিশ্বাস বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বদা কাজ করে যাবে আমাদের এ কমিটি। খুব দ্রুত একটি সুশৃংখল এবং গ্রহণযোগ্য পূর্ণাঙ্গ কমিটির উপহার দিতে পারব বলে আশা করি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন