প্রিন্ট এর তারিখঃ সোমবার ৬ অক্টোবর, ২০২৫ ২১ আশ্বিন, ১৪৩২ ১৩ রবিউস সানি, ১৪৪৭

নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন ভারতীয় ৩ টি মহিষ আটক

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর পোরশা সীমান্তে মালিক বিহীন তিনটি ভারতীয় মহিষ আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল দল। রবিবার ভোরে এসআইপি, আরআইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ০৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে মনোহরপুর পাকা রাস্তার উপর থেকে স্টিয়ারিং গাড়ি সহ মহিষ গুলি আটক করা হয়। টহল কমান্ডার হাবিলদার আব্দুল রসুল এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মালিক বিহীন ২টি মাঝারি, ১টি ছোট ভারতীয় মহিষ ও ১টি স্টারিং গাড়ি আটক করেন। আটককৃত স্টিয়ারিং সহ মহিষগুলির আনুমানিক সিজার মূল্য ১১ লক্ষ টাকা। নিতপুর বিওপি কোম্পানী কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং আটককৃত ভারতীয় মহিষ ০৩ টি ও স্টিয়ারিং গাড়ি কাস্টমে জমা করা হয়েছে বলে জানান।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন