প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাবতলীতে অজ্ঞাত শিশুকে রাস্তার পাশে কান্নারত অবস্থায় পাওয়া গেছে

আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলায় এক অজ্ঞাত শিশুকে কান্নারত অবস্থায় পাওয়া গেছে। অদ্য (রবিবার) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে গাবতলী সদর ইউনিয়নের অন্তর্গত লাঠিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের সামনে রাস্তার উপর শিশু মোঃ সৌরভ হোসেন (৮) কে স্থানীয়রা দেখতে পান। স্থানীয়রা জানান, শিশুটি একা রাস্তায় বসে কান্না করছিল এবং তার গ্রামের নাম বা ঠিকানা সঠিকভাবে বলতে পারছিল না। পরে বিষয়টি জানানো হয় গাবতলী মডেল থানা পুলিশকে। শিশুটির পিতার নাম আব্দুল হান্নান ও মাতার নাম শারমিন বেগম বলে জানা গেছে। ঘটনার বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে এসেছি। বর্তমানে সে আমাদের তত্ত্বাবধানে নিরাপদে আছে। শিশুটির পরিবারের সন্ধান পেতে স্থানীয়ভাবে প্রচার করা হচ্ছে। কেউ তার পরিবারের খবর জানলে অনুগ্রহ করে গাবতলী মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। পুলিশের পক্ষ থেকে শিশুটির ছবি ও তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় এলাকায় প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে দ্রুত তার পরিবারের সন্ধান পাওয়া যায়। সংবাদ: গাবতলী মডেল থানা, বগুড়া

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন