প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মংলা কাষ্টমস সি.এন্ড.এফ এসোসিয়েশনের পুনরায় সভাপতি মোঃ সুলতান হোসেন খান

ঝালকাঠি জেলার সকলের গর্ব একমাত্র আস্থাভাজন অভিভাবক। তিনি নিজের অর্থে ঝালকাঠির শিক্ষাব্যবস্থা উন্নতির জন্য স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে পথ চলেন। আমার কাছে তিনি একজন দেশপ্রেমিক।তাই বাংলাদেশের যারা সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত আছেন তাদের সকলের সুপরিচিত একজন মানুষ।যাকে নিয়ে আমরা গর্ব করি মোংলা কাস্টম সি এন্ড এফ অ্যাসোসিয়েশন এর ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু ও মানবদরদী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, দেশি-বিদেশি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতৃত্বদানকারী, মানবাধিকার পদকপ্রাপ্ত, বিশিষ্ট শিক্ষানুরাগী,সি এন্ড এফ ফেডারেশন অব বাংলাদেশ এর মহাসচিব তিনি। বারবার
মোংলা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি হয়েছেন তার আদর্শে এবছরও ত্রি – বার্ষিক নির্বাচন ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত
এবারেও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আমার বিশ্বাস তিনি নির্বাহী কমিটির নেতৃবৃন্দদের নিয়ে মোংলা বন্দরকে আরো সুন্দর করে তুলবেন।বর্তমান সরকার উন্নয়ন করছেন তাতে বন্দরকে আধুনিকায়ন করতে যা করার দরকার তা করবেন কারন তিনি কথা দিয়ে কথা রাখেন বলে বারবার এই দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন আমাদের বন্দরের সকল কর্মকর্তা বৃন্দ।
আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ।আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে
মোঃ সুলতান হোসেন খানকে অভিনন্দন জানাই। শিল্পী, কবি,লেখকরা দেশ প্রেমিক মানুষদের খুব সহজেই চিনতে পারে। কারণ শিল্পী এবং লেখরাও পরিবেশ নিয়ে গবেষণা করে লিখেন ও ছবি আঁকেন।সেই ক্ষেত্রে আমাদের সমাজে কারা সমাজ বান্ধব তাদেরকে সহজেই বুঝতে পারে।যারা দেশ প্রেমিক হয় তাদেরকে সম্মানের সহিত ভালবাসেন শিল্পীরা।
সেই স্থান থেকে আমি তাকে অভিভাবক হিসেবে সম্মান করি।কারণ তিনি সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে থাকেন। তিনি হলেন আমাদের সমাজের একজন মহামানব তাই আমি বলবো তার আদর্শে প্রত্যেকটা জেলায় একজন করে ব্যক্তি থাকলে সেই জেলার উন্নয়নের ধারাবাহিকতার স্পর্শ করবে এটা আমার বিশ্বাস। আমরা সবাই গর্ব করি ঝালকাঠিতে এমন একজন সমাজবান্ধব ব্যক্তিত্ব মোঃ সুলতান হোসেন খানকে ঝালকাঠিবাসীর পক্ষ থেকে
অভিনন্দন জানাই আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন