প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাষ্ট্র সংস্কারের ৩১দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে কর্মীসভা অনুষ্ঠিত

কামরুন তানিয়া: ৪টা অক্টোবর ২০২৫ ইং শনিবার,বিকাল চার ঘটিকায় উখিয়া উপজেলা হলদিয়া পালং ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা এবং গণসংযোগ অনুষ্ঠিত হয়। হলদিয়া পালং ইউনিয়নের উত্তর শাখার সাংগঠনিক ওয়ার্ড ০৭ এর কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জান্নাতুল বকেয়া সোনিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের মহিলা দলের সভাপতি কামরুন নেছা তানিয়া,উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক বাবু সেন বড়ুয়া অচিন্ত্য,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা কৃষক দলের আহবায়ক মনির আহমদ চৌধুরী,হলদিয়া পালং ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের আহবায়ক আবুল আজম চৌধুরী, ০৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমির মোহম্মদ আমির উপস্থিত ছিলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মহিলা দলের সভাপতি আইরিন মোহাম্মদের বক্তব্যে উঠে আসে বিগত আমলে জাতীয়তাবাদী দলের সুসংগঠিত কর্মকান্ড।আসন্ন নির্বাচনকে ঘিরে ধানের শীষে ভোটের মাধ্যমে সাবেক এমপি, হুইপ জনাব শাহাজাহান চৌধুরীকে জয়যুক্ত করার আহবান। পাশাপাশি তিনি আরও বলেন,তৎকালীন সময়ে বেগম খালেদা জিয়ার প্রধান মন্ত্রী থাকা কালীন সময়ে ছাত্রীদের জন্য উপবৃত্তি,বিধবা ভাতা, বয়োবৃদ্ধ ভাতা ইত্যাদির গুণাবলীগত কর্মকান্ড নারীদের জন্য করে গেছেন যা আজও বলবৎ। তিনি আরও বলেন সামনে দল ক্ষমতায় এলে নারীদের জন্য আরও উন্নয়নের জন্য সুপরিকল্পিত পরিকল্পনা আছে। অপর দিকে রাজাপালং ইউনিয়নের মহিলা দলের সভাপতি কামরুন তানিয়া বলেন,ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের মাধ্যমে বাস্তবায়নের লক্ষ্যে মহিলা দলের সভাপতি মহিলা দলের সভাপতি আইরিন মোহাম্মদের মাধ্যমে গ্রামে গ্রামে কর্মীসভা এবং গণসংযোগ করে যাচ্ছেন।পাশাপাশি তিনি আরও আহবান জানান দলের অঙ্গ সংগঠনের প্রতি একাত্মবোধের মাধ্যমে। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া জাগে। সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষের পক্ষে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন