প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সাভারে ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 মোঃ রুবেল হোসেন (সাভার) ঢাকা : ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (০৪ অক্টোবর ২০২৫) সকাল ৭টা ২০ মিনিটে সাভার মডেল থানাধীন মুনসুর মার্কেটের সামনে থেকে মোঃ আরিফ খাঁ (৪০), পিতা মৃত খালেক খাঁ, মাতা জবেদা বেগম, সাং-মৃদুলিয়া, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ—কে আটক করা হয়। ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পিপিএম) মহোদয়ের নির্দেশনায়, ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া ও সংগীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৩৬(১) সারণীর ১৯(ক) অনুযায়ী মামলা (নং-১৩, তারিখ-০৪/১০/২০২৫) রুজু করা হয় এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন