প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর শিবপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। অদ্য ৫ই অক্টোবর রবিবার সকালে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি রেলী বের যা হয়েছে। তারপর শিবপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এর যৌথ আয়োজনে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন।উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, একাডেমিক সুপারভাইজার মোঃ গিয়াস উদ্দিন,বিভিন্ন প্রমুখ। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান এর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন