প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজশাহীতে ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ উদ্বোধন

মোঃ আফতাবুল আলম,রাজশাহী:  শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৩টায় রাজশাহী টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো “J-30 International Junior Tennis Championship-2025”-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ।স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ রাজশাহীতে আয়োজিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। খেলাধুলা তরুণদের সুস্থ, সৃজনশীল ও শৃঙ্খলাবদ্ধ জীবনের পথে এগিয়ে নেয় এবং মাদক থেকে দূরে রাখে। তাই অভিভাবকদের উচিত সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা।তিনি আরও বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন শুধু প্রতিভা বিকাশেই নয়, বরং রাজশাহীর ক্রীড়া-সংস্কৃতিকে বিশ্ব অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করে। দেশি-বিদেশি প্রতিযোগীরা অভিজ্ঞতা অর্জন করবে এবং ক্রীড়াসুলভ মনোভাব সর্বত্র ছড়িয়ে দেবে। তিনি আয়োজক, খেলোয়াড় ও অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং টুর্নামেন্টের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। এছাড়াও খেলা চলাকালীন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান পুলিশ কমিশনার।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন