প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

ষড়যন্ত্রের শিকার সাংবাদিক রুবেল হোসেন! সাভারে মিথ্যা মামলার অভিযোগে তোলপাড়

সাভার প্রতিনিধি: সাভারে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক মোহাম্মদ রুবেল হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে সাভার মডেল থানায় মামলা নং ৭২ দায়ের করা হয়। মামলার বাদী আলী রেজা রাজু নিজেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে উক্ত মামলা করেন। অথচ যায়যায়দিন পত্রিকার অফিস সূত্রে জানা গেছে, সাভার-আশুলিয়া অঞ্চলে আলী রেজা রাজু নামে কোনো প্রতিনিধি নেই। বরং তিনি দীর্ঘদিন ধরে পত্রিকার নাম ব্যবহার করে নানা অপকর্মে জড়িত রয়েছেন বলে জানা গেছে। অভিযুক্ত সাংবাদিক মোঃ রুবেল হোসেন জানান, “আমার বিরুদ্ধে কোন তদন্ত ছাড়াই আমাকে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। বাদীর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ বা শত্রুতা নেই। আমি পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছিলাম, কিন্তু আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে।” তিনি আরও বলেন, “আমার ফেসবুক আইডি থেকে কোনো ছবি বা ভিডিও পোস্ট করা হয়নি। বাদী যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মনগড়া ও ভিত্তিহীন। ৯ সেপ্টেম্বর ঘটনার দিন হেমায়েতপুর ও জয়নাবাড়ি এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলেই প্রমাণ মিলবে আমি ঘটনাস্থলে ছিলাম না।” রুবেল হোসেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঘটনার সঠিক তদন্ত করা হোক। ফরেনসিক পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে ভিডিওটি পুরোনো এবং আমার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ন্যায়বিচার প্রত্যাশা করছি।” এদিকে, সাভার উপজেলা সাংবাদিক সমাজ এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা বলেন, “এ ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা সাংবাদিকতার স্বাধীনতায় হুমকি। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাই।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন