প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

হাজারাকাটি ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত

তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার হাজারাকাটি বাজারে শনিবার (৪ অক্টোবর) বিকাল ৩ টার সময় ‘হাজারাকাটি ব্লাড ব্যাংক’-এর শুভ উদ্বোধন উপলক্ষে ফ্রি ব্লাড ব্যাংক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা বাজার বণিক সমিতির সভাপতি ও হাজরাকাটি বিএনপির ওয়ার্ড সভাপতি এস এম নুরুল ইসলাম,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন খলিল নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ঈমান আলী, তালা আনিশা ক্লিনিকের পরিচালক ফারুখ জোয়াদ্দার, বিশিষ্ট ব্যবসায়ী মোড়ল কহিনূর ইসলাম এবং খলিলনগর যুব দলের যুগ্ম আহবায়ক নুরু বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকগণ। ফ্রি ব্লাড ব্যাংক ক্যাম্পেইনটি আয়োজন করেন হাজরাকাটি ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা জহর হাসান সাগর, শিহাব মোড়ল ও সাব্বির হাসান লিমন। আয়োজকরা জানান, এই উদ্যোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জরুরি মুহূর্তে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে। অনুষ্ঠানে বক্তারা রক্তদানের গুরুত্ব তুলে ধরে বলেন, একজন মানুষের দান করা রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। এ ধরনের সামাজিক উদ্যোগ এলাকায় মানবসেবার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন