প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

রহিমপুর বাজারে মাদক প্রতিরোধের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন

 মোঃ শামীম মিয়া : মাদকমুক্ত সমাজ চাই, মাদককে না বলুন। শিক্ষার আলো সর্বত্র ছড়াই, শিক্ষার আলোয় হেঁটে চলুন– এই প্রতিবাদ্যের আলোকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক প্রতিরোধ ও শিক্ষার মান উন্নয়নের দাবিতে রহিমপুর গ্রামবাসী ও রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরামের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর, শুক্রবার বিকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর বাজারে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাররামরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল ইসলাম সদাগর। তিনি বলেন, শিক্ষার আলো ছড়াতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। আপনার সন্তান কোথায় যায়। কি করে। খোঁজ রাখতে হবে। এই গ্রাস অনেক উন্নত গ্রাম। বেশির ভাগ মানুষ ব্যবসায়ী। এই গ্রামে মাদকে সয়লাব। মাদক বন্ধ করতে হলে সবার সোচ্চার হতে হবে। সবাইকে সোচ্চার হওয়ার হওয়ার আহবান জানান তিনি। ইনছার আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যন মো. সেলিম মিয়া জে কে, তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মো. জুলহাস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন খান ও সাধারণ সম্পাদক শফিউল আলম ফর্সা, দেওয়ানগঞ্জ মানবসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী ও সমাজ সেবক সাখাওয়াত হোসেন, কোনাবাড়ীর ব্যবসায়ী ও সমাজসেবক আজাদ আকন্দ প্রমুখ। ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া বলেন, আমার ইউনিয়নে কোন প্রকার মাদক কারবারি বা মাদকাসক্তের স্থান হবে না। প্রশাসনের মাধ্যমে রহিমপুর গ্রামে মাদক নির্মূল করে শূন্যের কোঠায় আনা হবে। সবাই প্রশাসনকে সহযোগিতা করবেন। সেলিম রেজা জয় বলেন, রহিমপুর গ্রাম মাদকে সয়লাব হয়েছে। মাদকের কারণে চুরি ও অসামাজিক কার্যকলাপ বেড়েছে। সমাজকে ধংস করেছে। শিক্ষার মান কমে গেছে। মাদক প্রতিরোধ করতে হলে সবাইকে সজাগ হতে হবে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সন্তানের প্রতি নজর রাখলে শিক্ষার মান উন্নয়ন হবে। তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ মো. জুলহাস উদ্দিন বলেন, মাদক নির্মূলে আপনাদের সহযোগিতা চাই। এই রহিমপুর গ্রামে কে কে মাদক সেবন করে, কে কে মাদক কারবারি তাদের তালিকা দিয়ে সহযোগিতা করলে অবশ্যই এই গ্রামকে মাদকমুক্ত করা সম্ভব। এর আগে রহিমপুর গ্রামবাসীর ব্যানারে মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন এলাকার যুবসমাজ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন