প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

গাবতলী খলিশাকুড়ায় জোড়া খাসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

আহসান হাবিব শিবলু, বগুড়া জেলা প্রতিনিধিঃ

খলিশাকুড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত জোড়া খাসি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ শুক্রবার (৩ অক্টোবর) বিকাল ৪:০০ টায় খলিশাকুড়া ইটভাটার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন।সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু সাঈদ মাস্টার।উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।আমন্ত্রিত অতিথি ছিলেন গাবতলী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন উর রশিদ হারুন।

এছাড়াও বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শফিক শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশিদ ঠান্ডু, উপজেলা যুবদলের সদস্য মোঃ রতন মন্ডল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ পবন সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল রানা, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সুমুন তরফদার ও মোঃ বাদল, নারুয়ামালা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হৃদয় হোসেন গোলজার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রাহাদ রহমান তাসকিন, পৌর ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সেলিম সরকার, ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মোস্তাফিজার রহমান মোস্তা, জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মুসাদ্দিকুর রহমান (রক্সি), গাবতলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ও পৌর যুব নেতা মোঃ মিলন ইসলাম প্রমুখ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সার্বিক সহযোগিতায় ছিলেন গাবতলী পৌর ছাত্রদলের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম (লুকু)।

প্রধান অতিথি মোর্শেদ মিল্টন বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না, বরং ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে।

সভাপতি মোঃ আবু সাঈদ মাস্টার বলেন, ফুটবল আমাদের গ্রামীণ সমাজের প্রাণ। এমন টুর্নামেন্ট তরুণদের মাদক থেকে দূরে রাখবে এবং ভ্রাতৃত্বের বন্ধন শক্ত করবে।

উদ্বোধক এম. আর. হাসান পলাশ বলেন, ছাত্রসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে হলে নিয়মিত ক্রীড়া আয়োজন চালু রাখা জরুরি। আজকের এই টুর্নামেন্ট কেবল খেলাই নয়, বরং একটি উৎসব যা মানুষকে একত্রিত করেছে।

উক্ত খেলা দেখতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন এবং উচ্ছ্বাসপূর্ণভাবে খেলা উপভোগ করেন।খেলা দেখতে আসা দর্শক ও ক্রীড়া প্রেমীরা জানান,খলিশাকুড়ায় এমন সুন্দর ফুটবল টুর্নামেন্ট খুব কম হয়। মাঠের উত্তেজনা, উচ্ছ্বাসপূর্ণ পরিবেশ এবং দুই দলের খেলা আমরা সত্যিই উপভোগ করি। আমরা চাই আগামী বছরও এ ধরনের আয়োজন নিয়মিত হোক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন