প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

দৃষ্টি আকর্ষণ

বিভিন্ন গণমাধ্যমে মুক্তির অসুস্থতা ও মর্মান্তিক দৈন্যদশার বিষয়ে খবর প্রকাশিত হবার পর সরাসরি মুক্তির মানবিক আবেদন।

বরাবর,
সমাজের সকল পর্যায়ের সম্মানিত হৃদয়বান, বিত্তবান, বিবেকবান, দানশীল ব্যক্তিত্ব এবং দাতা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রশাসন।

বিষয় : জরুরি মানবিক সহায়তার জন্য আবেদন।

জনাব,
যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন যে,আমি মুন্নি আক্তার মুক্তি, পিতা- তাসেম আলী। আমি জন্মগত ভাবেই নিউমোনিয়া আক্রান্ত। পারিবারিক চরম আর্থিক সমস্যার কারণে ছোট থেকেই চিকিৎসার অভাবে দেহে বহুবিধ রোগ বাসা বেঁধে দিনে দিনে নিরব মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আরেক দিকে স্কুল-কোচিং এর বিভিন্ন বেতন ও বাড়ি ভাড়া বাকি। এমনকি পারিবারিক ভাবেও আমরা বিভিন্ন ধার-দেনায় জর্জরিত ও মর্মান্তিক বিপদাপন্ন জীবন যাপন করছি। বেশ কিছু গণমাধ্যমে আমাদের বিষয়টি বিস্তারিত আকারে প্রকাশ পেয়েছে।আমরা ভুমিহীন ও গৃহহীন। আসলে আমার বা আমাদের চতুর্বিধ দুরাবস্থার বাস্তবতা ও এই আবেদনের গুরুত্ব বলে শেষ করার মতো নয়।

অতএব জনাবের নিকট আকুল প্রার্থনা যে, আমার রোগব্যাধি মুক্ত সুন্দর জীবন উজ্জ্বল ভবিষ্যৎ গঠন এবং পারিবারিক অসহনীয় ভয়াবহ দৈন্যদশা থেকে পরিত্রাণের লক্ষ্যে (সরাসরি কিংবা প্রদত্ত ব্যাংক একাউন্টের মাধ্যমে) জরুরি সহায়তা কামনা করছি।

(সঞ্চয়ী হিসাব নং- ১৫৪২৮,ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:, রাজলক্ষ্মী শাখা, উত্তরা, ঢাকা)।

বিনীত:

মুন্নি আক্তার মুক্তি,
সরাসরি, মাতা – মেরিনা আক্তার
( ০১৯৪৯৭১৭৩০৬)
জরুরি ক্ষেত্রে – ০১৭৩০৮৯০০১৯,
বাসা-তেঁতুলতলা বেকারী সংলগ্ন,
দক্ষিণখান, ঢাকা-১২৩০।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন