প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

নরসিংদীর মাধবদী কান্দাপাড়া ডাকাতির ঘটনায় সাত ডাকাত গ্রেফতার

মোঃ কামাল হোসেন প্রধান ,জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীর মাধবদী থানা কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৭ জন ডাকাতকে গ্রেফতারসহ স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করেছে নরসিংদী জেলা পুলিশ ।গত ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার রাতে মাধবদী থানাধীন কান্দাপাড়া এলাকায় একটি বাড়িতে ডাকাতির ঘটনায় সংঘটিত হয়। উক্ত ডাকাতীর ঘটনায় অদ্য ২/৯/২৫ ইং বৃহস্পতিবার রাতে নরসিংদীর জেলা পুলিশ এর একাধিক টিম গাজীপুর, রূপগঞ্জ, নরসিংদীতে অভিযান পরিচালনা করে ডাকাতির ঘটনায় সাথে জড়িত মোট ০৭ জন ডাকাতকে গ্রেফতার করে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণ এবং নগদ ১০ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম ।গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ কাজল মিয়া (৫০), পিতা-মৃত আলেক মিয়া, মাতা-জামেলা বেগম সাং-তালতলী থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ২। মোঃ শরিফুল ইসলাম (২৬) পিতাঃ মোঃ মুছা মিয়া মাতাঃ হেলেনা বেগম সাং-কান্দাপাড়া থানাঃ মাধবদী জেলাঃ নরসিংদী, ৩। মোঃ সাগর মিয়া (২২) পিতাঃ মোঃ কাইয়ুম মিয়া মাতা-ঃ আছমা বেগম সাং কাজীরচর (বাঘের বাড়ি) থানাঃ পলাশ জেলা নরসিংদী, ৪। মোঃ মৃদুল হাসান (২০) পিতাঃ আশরাফুল আলম মাতাঃ আলেয়া বেগম সাং- কাজীরচর (মফি মেম্বারের বাড়ি) থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ৫। মোঃ সুজন মিয়া (২০) পিতা-বাচ্চু মিয়া মাতাঃ ময়ছান বেগম সাং-কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী, ৬। মোঃ মনির হোসেন ওরফে এবাদুল্লাহ (মুন্না) (৩৮) পিতাঃ আব্দুল আজিজ মাতাঃ সাজেদা বেগম সাং কাজীরচর, থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী ও ৭। হীরানাথ দাশ (৪২) পিতাঃ বিজর কুমার দাস মাতাঃ শীবানী রানী দাস সাং জয়নগর থানাঃ পলাশ জেলাঃ নরসিংদী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন