প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী-স্ত্রী আটক

 মোঃ সাগর সরকার ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গ্রামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। ২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় পলাশবাড়ী পৌর শহরের উদয় সাগর এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ দম্পতিকে আটক করা হয়। এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা থাকায় স্থানীয়রা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গাড়ী হতে নেমে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফেন্সিডিলসহ তাদের আটক করে নিয়ে যায় ডিএনসি’ টিম । আটককৃত সুমন সরকার পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং আঞ্জুয়ারা বেগম তালেব উদ্দিনের কন্যা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা টিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন