
মোঃ শামীম মিয়া ,স্টাফ রিপোর্টার : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় নানা আয়োজন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার কার্যক্রম। বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন ও শান্তিপূর্ণভাবে শেস হয়েছে পূজার সব আয়োজন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে বিভিন্ন পূজামণ্ডপে সাড়ম্বরে দেবীর পূজা ও অঞ্জলি প্রদান শেষে শুরু হয় বিসর্জনের প্রস্তুতি। ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে পূজা মণ্ডপ। এ সময় নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা অঞ্জলি প্রদান ও পূজার নানা আচার-অনুষ্ঠানে অংশ নেন। দিনভর ছিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভক্তিমূলক গান ও ধর্মীয় আলোচনার আয়োজন। সন্ধ্যায় দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ব্রহ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বিসর্জন শোভাযাত্রায় অংশ নেয় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ হাজারো ভক্ত। উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখা গেছে, পূজা উপলক্ষে সর্বত্র ছিল আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা উদযাপন পরিষদের নেতারা জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় তারা আনন্দিত। সকলের সহযোগিতা ও প্রশাসনের তৎপরতায় পূজা নির্বিঘ্নে শেষ হয়েছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন। দেওয়ানগঞ্জে এ বছর ২৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। সব মণ্ডপেই পুলিশ, আনসার, গ্রাম পুলিশসহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল। কিছু কিছু মণ্ডপে স্থাপন করা হয় সিসি ক্যামেরাও। দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বলেন, ‘দশমীতে প্রতিমা বিসর্জনের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল।’ ‘সবাই সার্বিক সহযোগিতা করেছে, এ বছর দেওয়ানগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তি শৃঙ্খলায় পূজা উদযাপিত হয়েছে।’