প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

মাদক কারবারির শাস্তির দাবিতে মানববন্ধন

 শামীম হোসেন: দেওয়ানগঞ্জের দক্ষিন চিকাজানি এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবারি, যৌনাচার সহ সকল প্রকার অপরাধের সাথে জড়িত নাদু ও তার সহদর ভাই সুজন। তাদের অপকর্মের বিরুদ্ধে এলাকাবাসী সোচ্চার হয়ে এক মানববন্ধন করেছেন গতকাল শুক্রবার সকালে অভিযুক্তরা ওই এলাকার ওয়াজেদ আলীর ছেলে মানববন্ধনে অংমগ্রহণকারী স্থানীয় বাসিন্দা একরামুল হক, মনসুর হেল্লাজ, আবুল কালাম আজাদ, সবুজ বাশার, সহ অনেকেই বলেন, নাদু ও তার বড় ভাই সুজন অত্র এলাকায় ২০ বছরের অধিক সময় ধরে সকল প্রকার অপকর্মের সাথে জড়িত। এখন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে । মানববন্ধনে প্রশাসনের দৃষ্টি করে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার দাবি করেছেন এলাকাবাসী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন