প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

‎ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর ব্রাঞ্চ উদ্বোধন

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ‎আজ বৃহস্পতিবার (০২ অক্টোবর ২০২৫) বিকেল পাঁচটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর নতুন ব্রাঞ্চ উদ্বোধন উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎মোঃ ফরহাদুল ইসলাম জুয়েল সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল মন্ডল।

‎উদ্বোধক ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর সম্মানিত সিইও ও নেটওয়ার্কার মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ডি এম ডি মেহেদী হাসান রানা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মোঃ শহিদুল ইসলাম, সার্বিক সহযোগিতায় ছিলেন সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান সোহেল।
‎
‎এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ ফজলু হক মৃধা, সাবেক সদস্য, সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ
‎মোঃ মাসুদ রানা, সাবেক সদস্য, সফিপুর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ
‎মোস্তফা কামাল সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক
‎মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক
‎ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর সম্মানিত উদ্যোক্তাবৃন্দ।
‎
‎অনুষ্ঠানটি আয়োজন করে ইম্পেরিয়াল সেটেল্ড লাইফ (আইএসএল) সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর।
‎
‎অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন, ইম্পেরিয়াল গুডস লিমিটেড-এর নতুন ব্রাঞ্চ উদ্বোধনের মাধ্যমে সফিপুর বাজার ও আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং গ্রাহকরা মানসম্পন্ন পণ্য ও উন্নত সেবা পাবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন