প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

সিরাজগঞ্জের তাড়াশে ১৫টি কালো কেউটে সাপ পিটিয়ে হত্যা

আরিফুল ইসলাম: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গ্রামবাসী ১৫টি কালো কেউটে সাপ পিটিয়ে মেরে ফেলেছে। তার মধ্যে ৪ টি সাপ ৫ ফুটের অধিক লম্বা, বুধবার বিকেলে উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে বাড়ির আঙিনা ও আশপাশে একসঙ্গে বহু সাপ দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসী। পরে তারা লাঠিসোটা নিয়ে সাপগুলোকে পিটিয়ে হত্যা করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, হঠাৎ এতগুলো বিষধর সাপ একসঙ্গে বেরিয়ে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশু ও নারীদের নিরাপত্তার কথা ভেবে গ্রামবাসী একযোগে সাপগুলো মারতে বাধ্য হন। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো: কামরুল ইসলাম বলেন, যে কোনো বন্যপ্রাণী হত্যা আইনে নিষিদ্ধ। সাপগুলো জীবিত থাকলে আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিতাম। পরিবেশ নিয়ে কাজ করেন স্বাধীন জীবনের পরিচালক মো. আব্দুর রাজ্জাক নাসিম বলেন, সাপ মানুষের শত্রু নয় বন্ধু। সে আক্রান্ত না হলে কাউকে কামরায় না। পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপেরও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ বিষয়ে জনসচেতনতা গুরুত্বপূর্ণ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন