প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রহমান ভানু

মোঃ আল আমিন ইসলাম , নীলফামারী প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঁঠালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হালিমুর রহমান ভানুর নেতৃত্বে তিন থেকে ৪ মোটরসাইকেলের শোডাউন। ও কাঁঠালী ইউনিয়নে জনপ্রিয়তা রয়েছে বেশ হালিমুর রহমান ভানুর তাইতো আজ নেতৃত্বে জ্বলে উঠেছে পুরো ইউনিয়নবাসী এবং বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে ঘুরে হিন্দু ধর্ম অবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং বিভিন্ন মন্ডপে নগদ আর্থিক সহযোগিতা করেন। এবং ধর্মাবলম্বীদের কিছু সংখ্যক মানুষ বলতেছে যে আমরা দল মত নির্বিশেষে আমাদের এই সবার জনপ্রিয় নেতা ভানু ভাইকে ভোট দেবো। কারণ গত সময়ে কেউ আমাদের কথা চিন্তা করে নাই, আমাদের ভাই চেয়ারম্যানের পদে না থেকেও আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে এই ইউনিয়নে তাইতো ভানু ভাইয়ের কোন বিকল্প নেই আমাদের ইউনিয়নে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন