প্রিন্ট এর তারিখঃ শনিবার ৪ অক্টোবর, ২০২৫ ১৯ আশ্বিন, ১৪৩২ ১১ রবিউস সানি, ১৪৪৭

দেবাশীষ রায় মধুর শারদীয় গণসংযোগ: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান

মোঃ আফতাবুল আলম,রাজশাহী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী দেবাশীষ রায় মধু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেছেন। এই সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত, দেবাশীষ রায় মধু দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নারায়ণপুর সার্বজনীন শিব মন্দির, বিনোদপুর সর্বজনীন দূর্গা মন্দির, চারঘাট কেন্দ্রীয় কালী মন্দির এবং নারায়ণপুর সর্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দির (পালপাড়া), বাঘাসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আর্থিক অনুদান প্রদান করেন।
গণসংযোগকালে দেবাশীষ রায় মধু বলেন যে, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র তুলে ধরে। তিনি এই সুযোগে বিএনপির প্রস্তাবিত ৩১ দফার বিভিন্ন দিক, যেমন সংবিধান সংস্কার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন এবং ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, জনগণের কাছে তুলে ধরেন ও এর গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
এই কর্মসূচিতে দেবাশীষ রায় মধুর সাথে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা শাখার পূজা উদযাপন ফন্টের সাংগঠনিক সম্পাদক নয়ন এবং জেলা বিএনপির নেতা জুলহাস মল্লিকসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
দেবাশীষ রায় মধু রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসন থেকে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন