
আহসান হাবিব শিবলু, বগুড়া প্রতিনিধি: বগুড়া গাবতলীতে ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (UMSA) এর আয়োজনে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মামুন সরকার, এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে যুক্তি, প্রমাণ ও জ্ঞানের আলোকে এগিয়ে নিতে বিতর্ক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। এই আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মুক্তচিন্তার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ অতিথিদের মধ্যে গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এমদাদুল হক, মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের লেকচারার সুরাইয়া শবনম এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট ডা. সাবিহা সুলতানা রুপা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। আয়োজক কমিটির সভাপতি হাসান মাহমুদ (ঢাকা বিশ্ববিদ্যালয়) বলেন, গাবতলীর মেধাবী শিক্ষার্থীদের জন্য এমন আয়োজন নিয়মিতভাবে করা হবে। আমরা চাই, গ্রামের স্কুলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে প্রতিভা দেখাতে পারুক। সাধারণ সম্পাদক সেলিম রেজা (শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) বলেন,এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু যুক্তি প্রদর্শন নয়, বরং দলগতভাবে কাজ করা, শ্রদ্ধাশীলভাবে ভিন্নমত গ্রহণ করা এবং আত্মবিশ্বাস অর্জনের কৌশল শিখেছে। প্রতিযোগীদের বক্তব্য, বিতর্কে অংশ নেওয়া প্রতিযোগীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমরা শুধু জ্ঞান অর্জন করিনি, বরং সাহসের সঙ্গে যুক্তি তুলে ধরতে শিখেছি। আজকের অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে প্রতিযোগিতায় অংশ নিতে অনুপ্রেরণা যোগাবে। আমরা চাই, প্রতি বছর এ ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হোক, যাতে আরও বেশি শিক্ষার্থী নিজেদের মেধা বিকশিত করতে পারে। প্রতিযোগিতার সার্বিক আয়োজন ও তত্ত্বাবধান করেন আহ্বায়ক টিমের সদস্যরা,ওবায়দুল শিশির, আসিফ তমাল ও সাদিয়া আক্তার। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিল,গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়, গাবতলী আলিম মাদ্রাসা, মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয়, বাগবাড়ি এস ইউ ফাজিল মাদ্রাসা, মাজবাড়ি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নেপালতলী উচ্চ বিদ্যালয়, সোন্দাবাড়ী উচ্চ বিদ্যালয়, দূর্গাহাটা ফাজিল মাদ্রাসা এবং বাগবাড়ি ফাজিল মাদ্রাসা। ফলাফলে, গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং মড়িয়া আরএমপি উচ্চ বিদ্যালয় রানারআপ হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে শ্রাবণ, আলামিন, সুমন, প্রান্ত, রাহাদ, তারেকুল, আফসানা মিম, রাফিউল, সাগর, বিজয়, নাজনীন, তারেক, শীষ, লাবীব, তাসনিম তাহা, রাইয়ানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।