
নিজস্ব প্রতিবেদনঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী ও কচুয়া ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন ধানের শীষের কান্ডারী এ্যাডভোকেট নাজেমুল ইসলাম প্রধান নয়ন। এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী সাধারণ মানুষ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে তিনি মন্দিরগুলোর উন্নয়ন ও পূজা-অর্চনায় সহযোগিতার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ্যাডভোকেট নয়ন বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। সমাজে সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
স্থানীয় মন্দির কমিটির সদস্যরা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পূজা উদযাপনকে ঘিরে এ ধরনের সহযোগিতা স্থানীয়দের মাঝে আন্তরিকতা ও ঐক্য আরও জোরদার করবে।
অনুদান প্রদান শেষে এ্যাডভোকেট নাজেমুল ইসলাম নয়ন দেশ ও জাতির সমৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতির জন্য সকলের দোয়া কামনা করেন।