প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শ্রমিক নেতা এ কে আজাদের মতবিনিময় সভা

 ‎মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ‎আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-০১ (কালিয়াকৈর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)- এর ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী শ্রমিক নেতা এ কে আজাদ সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করেছেন। ‎ ‎আজ মঙ্গলবার সকাল এগারোটায় গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় কালিয়াকৈর পৌর শ্রমিক দলের কার্যালয়ে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়, ‎এতে গাজীপুর ০১ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ কে আজাদ উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ‎ ‎সভায় এ কে আজাদ বলেন, “আমি দীর্ঘদিন শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও শ্রমিকদের সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে আমি এবার ধানের শীষের প্রার্থী হতে চাই। জনগণের আস্থা ও সমর্থন পেলে ইনশাআল্লাহ কালিয়াকৈরের উন্নয়নে কাজ করে যাব।” ‎ ‎তিনি আরো উল্লেখ করেন, এ আসনের জনগণ দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং এলাকার সার্বিক উন্নয়নের জন্য তিনি সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ  ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন