প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বগুড়া শহরে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ৩০শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বগুড়া শহরের বেশ কিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেন সংগঠনটির একটি প্রতিনিধিদল। এ সময় তারা বগুড়া সনাতন ধর্ম মন্দির, রেলওয়ে বাঁশফোড় কলোনী দুর্গা পূজা মণ্ডপ, সেউজগাড়ী পালপাড়া সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরসহ একাধিক মন্দিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক খোঁজখবর নেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন—সংগঠনের জেলা কমিটির সভাপতি চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু রায়হান, সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ এ এস এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, সহ-দপ্তর সম্পাদক মোঃ হাবিব, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সোবান পুটু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফজলু সাকিদার, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ সাদেক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত পূজা মণ্ডপগুলোতে দায়িত্বরত আনসার ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন