প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃ মিঠু মিয়া,গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের যুবসমাজের আয়োজনে ভেড়ামারা ঘাঘট নদীতে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই প্রতিযোগিতায় গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম ও বগুড়া জেলার পাশাপাশি জামালপুর থেকেও মোট ২০টি নৌকা অংশ নেয়। এর মধ্যে চারটি নৌকাকে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীরা হলেন,
১ম স্থান: বগুড়ার সাড়িয়াকান্দীর যমুনা এক্সপ্রেস (পুরস্কার: মোটরসাইকেল)

২য় স্থান: জামালপুরের বকসীগঞ্জের বাঙ্গালপাড়া সেরে বাংলা (পুরস্কার: ফ্রিজ)

৩য় স্থান: গাইবান্ধার সাঘাটার পাঁচ পুর একতা এক্সপ্রেস (পুরস্কার: এলইডি টিভি)

৪র্থ স্থান: জামালপুরের দেওয়ানগঞ্জের মীরবাবা ভাত খাওয়া (পুরস্কার: স্মার্টফোন)

প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের সাবেক সচিব মোঃ আমিনুল ইসলাম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোরশেদুল মাস্টার, সাংগঠনিক সম্পাদক পিটন, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শিপন, নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মোঃ ইউনুছ আলী দুখুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মো: আনছারুজ্জামান রেজুয়ান,সাঘাটা,গাইবান্ধা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন