
মোঃ মিঠু মিয়া ,গাইবান্ধা প্রতিনিধি: সম্প্রতি ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু অনলাইন গণমাধ্যমে গাইবান্ধার বাদিয়াখালীতে স্বামীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যাচেষ্টা শিরোনামে একটি সংবাদ প্রকাশ ও প্রচারিত হয়েছে। উক্ত সংবাদের সঙ্গে আমার (মো. সুমন মিয়া) কোনো সম্পৃক্ততা নেই। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমি একজন প্রবাসী। প্রকাশিত সংবাদে আমাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা নিছক অপপ্রচার মাত্র। এটি আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মান-সম্মান ক্ষুণ্ন করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
আমি সুস্পষ্টভাবে জানাচ্ছি যে,
সংবাদে উল্লেখিত কোনো ঘটনাই সত্য নয়।
আমাকে জড়িয়ে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এ ধরনের মিথ্যা সংবাদ আমার প্রবাস জীবনের সুনাম, সামাজিক মর্যাদা এবং পারিবারিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
অতএব, আমি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি অনুরোধ করছি, ভবিষ্যতে এ ধরনের ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য। অন্যথায়, আমার বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।