প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বীরগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলায় জাতীয় সমবায় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত: সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বীরগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের উদ্দেগে আগামী চার নভেম্বর জাতীয় সমবায় দিবস যথাযথভাবে উৎযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ সারোয়ার মুর্শিদ, উপজেলা সমবায় অফিসার, অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আনোয়ার হোসেন সহকারী পরিদর্শক বীরগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অফিস সহকারী মোঃ মুকুল হোসেন। সভায় অলোচনা করেন ঝলঝলি বহুমূখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আউয়াল খাঁন, জামতলী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আশার আলো সমবায় সমিতি লিঃ এর সম্পাদক মোঃ আবু সুফিয়ান, প্রত্যাশা সঞ্চয় ঋণদান সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম , কাল্ব সহ বীরগঞ্জ উপজেলার প্রায় পচিঁশটি সমবায় সমিতির সভাপতি ও সম্পাদকগন এ সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন