
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ এবং সাবেক সাংসদ শামীম কায়ছার লিংকন ফিতা কেটে শাখাহাতি বালুয়ায় ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।
পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান রানা ভিপি। সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিলন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহবায়ক মোনারুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রুবেল হোসাইন, শ্রমিক দলের সভাপতি সেলিম রেজা এবং সাংগঠনিক সম্পাদক ছালজার রহমান প্রধানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।