প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালমনিরহাটে শ্রী শ্রী শারদীয় দূর্গাৎস- ২০২৫ মঙ্গলপ্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে

চয়ন কুমার রায়, লালমনিরহাট

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় লালমনিরহাটের সাপটানা বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব সড়কে দেববাড়ি পূজা মন্ডপে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

দেববাড়ি পূজা মণ্ডপের সম্পাদক, জয়ন্ত কুমার দেব-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,ডক্টর ইভিলীন অলটিয়েন পোলানেক, কনসাল এম্বাসী অফ হাঙ্গেরি,ঢাকা।এতে বিশেষ অতিথি ছিলেন, শহীদুজ্জামান কাঁকন, বিশিষ্ট অর্থনীতিবিদ, সুইডেন। মোখলেসুর রহমান লেলিন, কনসাল এমব্যাসী অফ হাঙ্গেরী, চট্টগ্রাম। অতিরিক্ত পুলিশ সুপার, মোঃ শাহাদাত হোসেন সহ অন্যান্য প্রমূখ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মণ্ডপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা স্মারক প্রদান করা হয়। লালমনিরহাট জেলায় ৪৬৮ টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন