প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পলাশবাড়ীতে ক্লিনিক ও ডাযাগনেস্টিক সেন্টারে অভিযান ও জরিমানা

মোঃ সাগর সরকার, পলাশবাড়ী ::

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১ ক্লিনিক ও তিনটি ডায়াগনেস্টিক সেন্টারের অভিযান চালিয়ে পৃথক ভাবে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ২৭ সেপ্টেম্বর শনিবার পলাশবাড়ী উপজেলার ১ টি ক্লিনিক ও ৩ টি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ৩টি পৃথক মামলায় মোট ৩৫,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় পৌর প্রশাসক ও সহকারি কমিশনার আল ইয়াসা রহমান তাপাদার নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ অভিযানে নিউ লাইফ ক্লিনিক এন্ড কনসালটেশন সেন্টার, নিউ লাইফ ডায়াগনস্টিক ৫ হাজার, ডেন্টাল এন্ড ফিজিওথেরাপি সেন্টার ১০ হাজার টাকা, রেখা ডায়াগনস্টিক সেন্টার ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে লক্ষ্য করা যায় অভিযান চলাকালীন সময় পলাশবাড়ীর বাকি সকল ডায়গনস্টিক সেন্টার ও ক্লিনি তালাবদ্ধ অবস্থায় ছিল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন