প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ডাঙ্গা পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত

ডাঙ্গা পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত। ডাঙ্গা পাড়া যুব সমাজের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে। করতোয়া নদীর তীরে নুনদহ ঘাটের পুর্ব পার্শ্বে নৌকা বাইচ খেলায় হাজার হাজার দর্শক সমাবেশ এ পরিনত হয়।উক্ত খেলায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ জনাব মোঃ সাজ্জাদ হোসেন,চেয়ারম্যান ৩ নং সিংড়া ইউনিয়ন পরিষদ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঘোড়াঘাট,দিনাজপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল হাসান, সহকারী ভুমি অফিস, ঘোড়াঘাট,দিনাজপুর। খেলাটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। এ ছাড়া আরও এলাকার অনেক তৃণমূল পর্যায়ে বিভিন্ন নেতা কর্মী উপস্থিত ছিলেন এবং এলাকার গন্যমান্য মুরুব্বিয়ানগন উপস্থিত ছিলেন।খেলা পরিচালনায় ছিলেন জনাব জাহিদুল ইসলাম, মুসা মিয়া,লুতফর রহমান,সাইফুল ইসলাম, এমদাদুল হোসেন, মোস্তাফিজুর রহমান, মিফতাহুল হক,রুহুল আমিন,আশরাফুল আলম,মাহাবুব হোসেন,ফারুক মিয়া,উক্ত খেলাটি ধারা ভারস্য প্রদান করেন মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন