প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

আশুলিয়ায় নাসা গ্রুপের কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

মোঃ রুবেল হোসেন সাভার ঢাকা : সাভারের আশুলিয়ায় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। শনিবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাসা গ্রুপের কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক অংশ নেন। এ সময় তারা হাত ধরে সড়কের পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দেন।
শ্রমিকরা অভিযোগ করে বলেন, সম্প্রতি বেতন-ভাতা পরিশোধ না করেই নাসা গ্রুপের ১৬টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে প্রায় ২৫ হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। হঠাৎ করে চাকরি হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং নতুন কর্মসংস্থানের ক্ষেত্রেও অনিশ্চয়তার মুখে পড়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অবিলম্বে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য মালিকপক্ষ ও সরকারের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন